
মো:মাহাবুবুর রহমান।
কালীগঞ্জ(ঝিনাইদহ)থেকে।
২০.০৩.২০২৫ইং তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপি ‘র আহবায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ আতিয়ার রহমান ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৪ আসনের গণমানুষের প্রিয় নেতা কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্র দলেল সাবেক সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র জননেতা জনাব হামিদুল ইসলাম হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপি ‘র যুগ্ম আহবায়ক জনাব মিজানুর রহমান লাল্টু, সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ, গোলাম রব্বানী, আবু জাফর, জুমারত আলী জুম্মা, অধ্যাপক আব্দুল মাজেদ, নাজমুল হাসান তিতাস, পৌর বিএনপির সদস্য মাজহারুল আনোয়ার প্রিন্স, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্ল্যা, সাবেক ছাত্রনেতা আশরাফুজ্জামান লাল, বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি, সোহরাব হোসেন রাজু, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু, এ এইচ এম আলিম, জয়নাল উদ্দিন, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, সাবেক ছাত্রনেতা বাবুল আক্তার, পৌর কৃষক দলের আহবায়ক ফোরকান আলি, সদস্য সচিব ইয়ানুর রহমান,৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জনাব ইউসুফ আলী সহ বিএনপি ‘র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‘র কালীগঞ্জ পৌর ও ১৫টি ইউনিয়ন থেকে আসা প্রায় ১২ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলো।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনাব হামিদুল ইসলাম হামিদ বলেন বিএনপি ‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপিকে পরিচালনা করতে হবে এবং দলের বদনাম হবে এধরনের কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে এবং বিএনপি ‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্ত ও নির্দেশনাকে বাস্তবায়ন করার লক্ষে সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান জননেতা জনাব হামিদুল ইসলাম হামিদ।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন হযরত মা:হাফেজ খালেদ সাইফুল্লা মেরাজ ইফতার পূর্ববর্তী সময়ে মোনাজাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‘র সাবেক সফল তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আসু রোগমুক্তি ও সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা ও সহ দেশ ও জাতির কল্যানে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার সকল জীবিত ও কবরবাসীদের জন্য দোয়া করা হয়।