ঢাকাWednesday , 16 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেলাবোতে যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

Link Copied!

Spread the love

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর বেলাবোতে যথাযথ মর্যাদায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
সোমবার(১৪ এপ্রিল) সকাল ৯ টায় বেলাবো উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
পরে মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন, বিএনপি সাবেক সভাপতি অলিউর রহমান কাওসার, সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল।
এসময় উপস্থিত ছিলেন বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-আমিন হালদার,উপজেলা কৃষি অফিসার মহিবুর রহমান সিদ্দিকী , উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ ভূঞা, মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা সহ উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী।
সেই সাথে উপস্থিত ছিলেন বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিল, সাধারণ সম্পাদক আমিনুল হক সহ বেলাবো প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বেলাবো উপজেলার বিভিন্ন শিক্ষক – শিক্ষিকা ও স্কুলের শিক্ষার্থী বৃন্দ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে লাঠি খেলা সহ শিশু কিশোরদের চিত্রা অঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।