সুমন কুমার বিশ্বাস
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাট দখলমুক্ত করতে ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কের পাশে এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সড়ক বিভাগের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ।
এসময় তার সাথে ছিলেন সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী আহসান উল কবীর।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পুলিশসহ সকল প্রকার উচ্ছেদ যন্ত্রাংশ সাথে নিয়েই এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে দখলে রাখা ফুটপাট ফাঁকা করতে দোকানদারদের নির্দেশ দেয়া হয়। সেই সাথে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে না নিলে উচ্ছেদসহ জরিমানা করার মৌখিক হুশিয়ারি দেয় ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাট দখলমুক্ত রাখতে জনস্বার্থে এ ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
ঝিনাইদহের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান জানান, সড়কের দুই ধারে গড়ে উঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ও ফুটপাট দখলমুক্ত রাখতে এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নির্বিঘ্নে যান চলাচলের স্বার্থে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025