প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১২:৫০ পি.এম
এবারের ঈদ অন্যান্য ঈদের থেকে ভিন্ন!

রায়পুরা উপজেলা প্রতিনিধি মোঃ আজিজুর রহমান।
এবারের ঈদ প্রাণবন্ত, এবারের ঈদ খুশির।
মা তার সন্তানকে কাছে পেয়েছেন, ছেলে পেয়েছেন তার মাকে। পুত্রবধূ পেয়েছেন তার শাশুড়িকে, নাতনী পেয়েছেন তার দাদিকে।
এই দিনটা এতোটা সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ দেখলো জিয়া পরিবারের এক অসাধারণ ঈদ উদযাপন। এই দিনটি উপহার দেওয়া মানুষগুলোকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি আজকের এই দিনে। আমরা স্মরণ করি সেই পরিবারগুলোকে, যারা আজ প্রিয়জন ছাড়া ঈদ উদযাপন করছেন। আমরা ব্যথিত, আমরা মর্মাহত। যাদের আত্মত্যাগে আজকের বাংলাদেশ, তাদের আমরা কখনোই ভুলবো না।
পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আমরা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।
[সূরা আল-ইমরান: ৫৪, সূরা আল-আনফাল: ৩০]
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025