ঢাকাSaturday , 3 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জ সড়কে শৃঙ্খলা ফেরাতে থানা পুলিশের প্রচার অভিযান

Link Copied!

Spread the love

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি ★–মোঃ মাহাবুবুর রহমান।

ঝিনাইদহ সড়কে শৃঙ্খলা ফেরাতে যেখানে সেখানে অটোরিকশা, ইজিবাইক, রাস্তার দু’পাশে মার্কেট বা শপিংমলের সামনে গাড়ি পার্কিং বন্ধে প্রচার অভিযানে নেমেছে কালিগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১০ টার দিকে কালিগঞ্জের মেইন বাসস্ট্যান্ড সহ মধুগঞ্জ বাজার এলাকায় এ সচেতনতামূলক প্রচারনা চালানো হয়। কালিগঞ্জ থানার (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার এ প্রচার অভিযানের নেতৃত্বে দেন। জনসচেতনতার লক্ষ্যে তিনি ব্যাটারী চালিত অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল যাত্রীদের সাথেও কথা বলেন।
পৌরসভার বাসিন্দারা জানান, কালিগঞ্জ শহরে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্য, দোকানপাট রাস্তামুখী প্রসারণ, বিকাল থেকেই রাস্তার উপর ভ্যানে করে বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রী হতে দেখা যাচ্ছে। রাস্তার দু’পাশে ভ্যানের পর ভ্যান দাঁড়িয়ে থাকায় পথচারীদের যাতায়াত ও যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যানজট প্রায়শই এমন প্রকট আকার ধারণ করছে যে দীর্ঘ সময় পর্যন্ত তা অব্যাহত থাকছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, যান্ত্রিক যানবাহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকরণ, শহরে ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন এবং যানযট নিরসনের লক্ষ্যে এ প্রচারনা চালানো হচ্ছে। আগামীকাল শনিবার থেকে আমরা অভিযানে নামবো। এ অভিযান চলামান থাকবে।
প্রচার অভিযানে থানা পুলিশের কর্মকর্তা সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন