ঢাকাFriday , 28 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে পথকলি স্কুলে ঈদ সালামি ও উপহার প্রদান

Link Copied!

Spread the love

মোঃমাহাবুবুর রহমান কালীগঞ্জ থেকে।

ঝিনাইদহের কালীগঞ্জে এনবিএফ-বিডি পথকলি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সালামি ও উপহার প্রদান করা হয়।এ সময় স্কুলের ২২ জন পথশিশু শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ঈদ সালামি ও উপহার তুলে দেওয়া হয় ।স্কুলটির পরিচালক হাফেজ আবু নাঈমের সভাপতিত্বে ঈদ সালামি ও উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি আব্দুল্লাহ আল মা’আরিফী।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক কবির হাসান রিমন দানবীর ও শিক্ষানুরাগী পারভেজ হাসানসহ আরো অনেকে। স্কুলটির কয়েকজন শিক্ষার্থী এই প্রতিবেদককে জানাই,পথকলি স্কুলের মাধ্যমে ঈদ সালামি ও উপহার পেয়ে আমরা অনেক খুশি। নাঈম স্যার আমাদের প্রায় নানা ধরনের উপহার দিয়ে থাকেন। স্কুলে এসে স্যারের কাছ থেকে প্রতিদিন আমরা নতুন নতুন বিষয় শিখে থাকি। পথকলি স্কুলের পরিচালক হাফেজ আবু নাইম জানান, আগামী বছরে আরও বৃহৎ পরিসরে পথশিশুদের জন্য কার্যক্রম পরিচালনা করা হবে। যাতে তাদের শিক্ষার মানোন্নয়ন ও জীবনযাত্রার উন্নতি ঘটানো যায়। পথশিশুদের মাঝে সামান্য উপহার তুলে দিতে পারে নিজের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রধান অতিথি মুফতি আব্দুল্লাহ আল মা’আরিফী তার বক্তব্যে বলেন, হাফেজ নাঈম দীর্ঘদিন ধরে পথশিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি খুলনা বিভাগের যুবসমাজের জন্য আদর্শ। তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের উচিত এসব পথশিশুদের জন্য শিক্ষা, খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করা। যাতে তারা একদিন সমাজের সৎ নাগরিক হয়ে গড়ে উঠতে পারে।