প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ৬:২৮ পি.এম
কালীগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত।

কালীগঞ্জ(ঝিনাইদহ)থেকে।মোঃ মাহাবুবুর রহমান।
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল ৯ টার দিকে কালীগঞ্জ–কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত খোকন তরফদার (৫৫) উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের মৃত বাহার আলী তরফদারের বড় ছেলে।
এলাকাবাসী,জানায়, সকালে খোকন তরফদার বাড়ি থেকে তালেশ্বর বাজারে আসছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025