
কিশোরগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টারঃ-মোঃসনজু মিয়া।
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ১ নং কাদির জঙ্গল ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণে চরম অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। প্রশাসনের উদাসীনতা এবং অব্যবস্থাপনার সুযোগে ইউনিয়ন চেয়ারম্যান আরিফ উদ্দিন আহমেদ কনক দিনের পর দিন চাল চুরিসহ বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
প্রশাসনের চোখের সামনে ভিজিএফ কার্ডধারীদের ১০ কেজির স্থলে সাড়ে ৭ থেকে ৮ কেজি করে চাল সরবরাহ করা হচ্ছিল। ভুক্তভোগীরা বারবার অভিযোগ করলেও উপজেলা বা জেলা প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বরং চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীকে দেখেও প্রশাসন নীরব থেকেছে।
চরম দায়িত্বহীনতার কারণে অবশেষে স্থানীয় জনগণ নিজেরাই চেয়ারম্যান ও তার লোকজনকে হাতেনাতে ধরে ফেলতে বাধ্য হয়। সেনাবাহিনী না আসলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতো।
এলাকাবাসীর দাবি, এই দুর্নীতির মূলে কেবল একজন চেয়ারম্যান নয়, বরং কিশোরগঞ্জের প্রশাসনের অবহেলা ও নিষ্ক্রিয়তাই দায়ী। প্রশাসনের সঠিক তদারকি ও জবাবদিহিতা থাকলে এমন দুর্নীতি ও জনভোগান্তির ঘটনা ঘটত না।
- এখন সময় এসেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের এই ব্যর্থতার দায় নিয়ে জবাবদিহিতার মুখোমুখি হওয়ার।