- ">

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি।
“সুখী ও সমৃদ্ধির বেলাব গড়তে আমরা ঐক্যবদ্ধ”
ক্রাউডফান্ডিং হল পরিবার, বন্ধুবান্ধব, বন্ধুদের বন্ধু, অপরিচিত ব্যক্তি,এবং আরও অনেক কিছুর মাধ্যমে অনুদান সংগ্রহের মাধ্যমে কোন সংস্থার জন্য অর্থ সংগ্রহের একটি উপায়। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, লোকেরা তহবিল সংগ্রহের ঐতিহ্যবাহী পদ্ধতির চেয়ে আরও বেশি সম্ভাব্য দাতাদের কাছে পৌঁছাতে পারে।
ঠিক এই প্রক্রিয়ায় ‘চলো গড়ি বেলাব’ পঁচিশ দিনের নিরলস পরিশ্রমের মাধ্যমে দাতাদের কাছ থেকে প্রায় দুই লক্ষ ষাট হাজার টাকার বিশাল তহবিল সংগ্রহ করে। দেশে বিদেশে থাকা সাধারণ মানুষ প্রথমদিন থেকেই তহবিলে অবদান রাখতে শুরু করেন এবং শেষ দিন পর্যন্তও অনেকেই অবদান রেখেছেন এই তহবিলে।
২০২০ সালে কার্যক্রম শুরু করা এই সংগঠনটি প্রতি বছরই রমজানের ঈদকে সামনে রেখে দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা প্রদানের এই কার্যক্রমটি হাতে নিয়ে থাকে এবং চেষ্টা থাকে আগের বছরের সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার। এবছর বেলাব উপজেলার ৭২ টি ওয়ার্ডের ৫০০ পরিবার পাচ্ছে ঈদ উপহার।
“ঈদ উপহার প্যাকে রয়েছে পোলাও চাল, ডাল, সয়াবিন তৈল,পেঁয়াজ,লবন, সেমাই, চিনি, গুড়া দুধ, মাংসের মসলা ও গোসলের সাবান; যা প্রায় ৫২০ টাকা সমমূল্যের।
এছাড়াও ‘চলো গড়ি বেলাব’ বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন, করোনা মহামারীর সময় জনগণকে তথ্য সহায়তা দিয়ে সহযোগিতা করা এবং সচেতনতা বৃদ্ধি করা, করোনা সময়ে পাওয়া সরকারি সহায়তার যথাযথ বন্টন নিয়ে জনপ্রতিনিধিদের বক্তব্য ও তথ্য প্রচার করা, উপজেলায় A+ প্রাপ্ত ২৩০ মেধাবী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দিয়েছে, অর্থ সম্বলহীন অনেক দরিদ্র মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান করা, শীতে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা, দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার আয়োজন করা, ইসলামিক কাজ যেমন কোরআন খতম, মাদ্রাসায় এতিম বাচ্চাদের নাস্তা করানো, হামদ নাথ প্রতিযোগিতার আয়োজন করা, মাদক ছেড়ে মাঠে আসার আহবানে যুব সমাজকে আলোকিত করতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে, শীতে দরিদ্র শ্বাসকষ্টের রোগীদের মাঝে ইনহেলার বিতরণ করা, বেলাব উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে CGB ফাউন্ডেশন বৃওি পরীক্ষা।
২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে তহবিল গঠন ও খাদ্য সহায়তা প্রেরণ, শিক্ষা সহায়তা ইত্যাদি কাজ করে যাচ্ছে ।
চলো গড়ি বেলাব গ্রুপের সম্মানিত সভাপতি “তুষার রাব্বি” বলেন….
মানবিক ও সামাজিক এই কাজগুলো চলমান রাখতে বেলাব উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন এবং এযাবৎ কালে সম্পন্ন করা সকল কাজে যারা আর্থিক সহযোগীতা ও শ্রম দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সমাজের মানুষের মধ্যে পারষ্পরিক সম্পর্ক গুলো মজবুত হোক, মানুষে মানুষে পারষ্পরিক সম্মানের জায়গাটা সুন্দর হোক, সকল ধর্ম, বর্ণের মানুষের জীবন সুখের ও সুন্দর হোক এই প্রত্যাশায় সকল বেলাববাসী কে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন “ঈদ মোবারক”।
Post Views: 41