
স্টাফ রিপোর্টারঃ-মোঃ মিষ্টার ইসলাম।
দিনাজপুর শহরের উপশহর খোদমাধবপুর মিস্ত্রিপাড়া জিয়াপুকুর সংলগ্ন খলিলুল্লাহ্ তা’লিমুল কুরআন মাদ্রাসা,লিল্লাহ্ বোডিং ও এতিম খানায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ইসলামী আলোচনা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ ২০২৫ (২১ রমজান) মাদ্রাসার মসজিদে ইসলামী আলোচনা করেন আমন্ত্রিত ওলামায়েকেরাম জামিয়া আরাবিয়া নিউটাউন মাদরাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা শরিফুল ইসলাম,(দামাত বারকাতুহুম),শাইখুল হাদীস জয়পুর হাট বাগিচাপাড়া মাদরাসার হযরত মাওলানা মুফতি আব্দুল আউয়াল,(দামাত বারকাতুহুম), নাজামে ত্যালিমাত জামিয়া আরাবিয়া নিউটাউন মাদরাসার আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হামিদ।
ইসলামী আলোচনা শেষে হাফেজদের পাগড়ী পরিয়ে দেন আমন্ত্রিত অতিথি, খলিলুল্লাহ্ তা’লিমুল কুরআন মাদ্রাসার সাধারণ সম্পাদক এনামুল হক ও মাদরাসার শিক্ষকবৃন্দ। পাগড়ী প্রদান ও দোয়া খায়ের শেষে আট শতাধিক লোকের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাদরাসার সদস্য মোঃ শাকিল ইসলাম,আরাফাত হোসেন রনিসহ অত্র পতিষ্ঠানের সদস্যবৃন্দ।
যারা হফেজ হলেন ও যাাদের মাথায় পাগড়ী পরানো হল তারা হলেন দিনাজপুর সদরের দরবারপুর গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ আমানুল্লাহ,বীরগঞ্জ উপজেলার নিজ পাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে মোঃ সাখওয়াত হোসেন,কাহারোল উপজেলার হুসেনপুর গ্রামের মোঃ আলম হোসেনের ছেলে মোঃ নাজমুল হক,খোদমাধবপুর মিস্ত্রি পাড়ায় আলমগীর হোসেনের ছেলে মোঃ মাহামুদুল হাসান নুর।
Post Views: 41