প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৭:৫৬ এ.এম
ধামরাইয়ে পথশিশুদের ঈদের নতুন পোশাক বিতরণ। // বাংলাদেশ আর্ত মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে পথশিশুদের ঈদের উপহার বিতরণ। // বাফের উদ্যোগে শতাধিক পথশিশু পেল ঈদের নতুন পোশাক।

সাইফুল ইসলাম, ধামরাই (ঢাকা) থেকে :-
ঢাকার ধামরাইয়ে অসহায়, এতিম ও পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে বাংলাদেশ আর্ত মানবতা ফাউন্ডেশন।
সোমবার সন্ধ্যায় উপজেলার জয়পুরা বাজারের পুর্বপাশে নূরে-নূর জাহান হোটেল এন্ড রেস্টুরেন্টর সামনে ঈদের উপহার হিসেবে নতুন পোশাক বিতরন সহ ইফতার ও দোয়া মাহফিল করা হয়।
অনুষ্ঠানে আফাজ উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক।
প্রধান আলোচক বক্তব্য রাখেন বাংলাদেশ আর্ত-মানবতা ফাউন্ডেশন (বাফ) এর সভাপতি ও সাম্প্রতিক দেশকাল পত্রিকার সম্পাদক মোঃ ইলিয়াস উদ্দিন পলাশ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধরন সম্পাদক শওকত হোসেন সৈকত ও যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম।
উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ক্যাপ্টেন নাহিদ ফেরাজী,ফাউন্ডেশনের সদস্য মোঃ সাইফুল ইসলাম জনি,মোঃ সোহেল রানা প্রমুখ।
বার্তা প্রেরক, মোঃ সাইফুল ইসলাম, ধামরাই (ঢাকা) থেকে :-০১৮১২-১২৫৩৩২.
২৫.০৩.২০২৫
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025