প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৩:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৬:২৮ পি.এম
ধামরাইয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

মোঃ সাইফুল ইসলাম, ধামরাই(ঢাকা) থেকে :-
ঢাকার ধামরাইয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
বৃহস্পতিবার (২৭ মার্চ ) বিকালে উপজেলার চৌহাট ইউনিয়নের বকসি বাজারের পাশে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সদস্য মাসুদ আহম্মেদ,রুহুল আমিন,আরিফুল ইসলাম জিহন,মনোয়ারা প্রমুখ।
মানববন্ধনে মিথ্যা মামলার বাদী সাইদুল ইসলাম দুদু, তার ছেলে নাদিমুল ইসলাম ও আতিকুর রহমান এর শাস্তির দাবিসহ মামলা প্রত্যাহারের দাবি করেন গ্রামবাসী।
বার্তা প্রেরক, মোঃ সাইফুল ইসলাম, ধামরাই(ঢাকা) থেকে :- ০১৮১২-১২৫৩৩২.
২৭.০৩.২০২৫
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025