ঢাকাThursday , 1 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর বেলাবোতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মে দিবস পালিত।

Link Copied!

Spread the love

 শাহিনুর আক্তারন রসিংদী প্রতিনিধি।

“শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে”-এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বেলাবো বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।র‌্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম। পরে তিনি বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন। উপজেলা হররুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ,সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হালদার,বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।