স্টাফ রিপোর্টারঃ
নাটোরের নলডাঙ্গায় ফ্রী চক্ষু শিবিরে দুই হাজার রোগীর চিকিৎসা ও বিনামূল্যে চোখ অপরেশন থাকা খাওয়া ও দুই মাসের ওষুধের ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারী) বেলা ১০ টার দিকে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ে কুয়েত সোসাইটি ফর রিলিফ (কে এস আর ) অর্থয়ানে নলডাঙ্গা উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান সমাজকর্মি অধ্যাপক জিয়াউল হকের উদ্দ্যেগে এ ফি চক্ষু শিবির ক্যাম্প পরিচালিত হয়।
এতে নলডাঙ্গা উপজেলার গরীব অসহায় বৃদ্ধসহ প্রায় দুই হাজার রোগী চিকিৎসা পত্র নেয়। এসময় কুয়েত সোসাইটি ফর রিলিফ (কে এস আর) সংস্থার ম্যানেজার জিএম আজম খাঁন উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন,এখানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও যাদের চোখ অপরেশন করা প্রয়োজন তাদের সংস্থাটির নিজ খরচে সিরাজগঞ্জে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হবে।যাতায়াত থাকা খাওয়া ফি এবং দুই মাসের বিনামূল্যে ওষুধ ফি দেওয়া হবে।এখানে প্রায় ২ হাজার রোগি চিকিৎসা নিতে আসেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025