ঢাকাSunday , 30 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বাস মালিক সমিতির ৫০০ টাকা দরে গরুর মাংস বিক্রয়।

Link Copied!

Spread the love

মোঃ শিবলী সাদিক, রাজশাহী জেলা প্রতিনিধি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল এর মহতি উদ্যোগে প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা দরে বিক্রি করেছেন রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ বাসমালিক কর্মকর্তা ও কর্মচারিদের মাঝে।
শনিবার ২৯/০৩/২০২৫ ইং সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী পরিবহন মালিক সমিতি অফিসের সামনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল,সাধারণ বাসমালিক কর্মকর্তা-কর্মচারীদের কথা চিন্তা করে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।
৩০ থেকে ৩৫ মন গরুর মাংস ১কেজি মাংস ৫০০ টাকা দরে কর্মকর্তা-কর্মচারীদের জনপ্রতি (৫) কেজি করে গরুর মাংস ২৫০০ টাকায় বিক্রয় করেছে রাজশাহী বাস মালিক সমিতি।
তিনি আরো জানান এই গরুর মাংস গুলো যদি বাজার থেকে ক্রয় করতে হতো,তাহলে প্রতি কেজি মাংস ৮০০ টাকা করে ক্রয় করতে হতো। রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ বাসমালিক কর্মকর্তা কর্মচারীরা আনন্দ উৎফুল্লর মধ্য দিয়ে এই মাংস ক্রয় করছেন, আগামীকালও এই ধারাবাহিকতা বজায় রাখবে রাজশাহী বাস মালিক সমিতি।
রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের এই মহতী উদ্যোগকে সাদুবাদ জানিয়েছে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ বাসমালিক, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।