ঢাকাSaturday , 22 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

Link Copied!

Spread the love

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ-মোঃআব্দুল্লাহ আলজাবের।

পিরোজপুরে সাব্বির সিকদার (২৫) নামের এক রিকশাচালককে হত্যা করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামের একটি সড়কের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মুকিত হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাব্বির সিকদার পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের কোনো একসময় হত্যাকারীরা বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে সাব্বিরকে হত্যা করে ওদনকাঠি গ্রামে একটি ইটের রাস্তার পাশে ফেলে রাখে। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেঁতলে যায়। শুক্রবার সকালে স্থানীয়রা সাব্বিরের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরবর্তীতে পিরোজপুর সদর থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের আলাদা টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতের বাবা হারুন সিকদার বলেন, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাব্বির। এরপর রাতে বাড়ি না ফেরায় তার মোবাইলে কল করলে বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর সকালে সাব্বিরের মরদেহ দেখে সেটি শনাক্ত করেছি। তবে ঘটনাস্থলে রিকশাটি পাওয়া যায়নি।এ

বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান বলেন, রিকশাটি ছিনতাইয়ের জন্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।