ঢাকাSunday , 23 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু।

Link Copied!

Spread the love

পিরোজপুর জেলা প্রতিনিধি: মোঃ আব্দুল্লাহ আল জাবের।

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় মো. আরিফ (২৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার বরিশাল-পিরোজপুর সড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে।
নিহত মো. আরিফ (২৫) সদর উপজেলার খলিশাখালী এলাকার মৃত আলী আজগর সেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পাশের রাস্তা থেকে ভ্যান নিয়ে মহাসড়কে ওঠেন চালক আরিফ। এ সময় বরিশাল থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়েন ভ্যানচালক। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেবেকা সুলতানা দৈনিক প্রভাত টাইমসকে বলেন, আরিফ নামের এক ভ্যান চালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান দৈনিক প্রভাত টাইমসকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।