
পিরোজপুর জেলা প্রতিনিধি: মোঃ আব্দুল্লাহ আল জাবের
পিরোজপুরের ভান্ডারিয়ায় বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে আবু সালেহ (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার পাতলাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আবু সালেহ ওই গ্রামের আবদুল খালেকের ছেলে।
আহত আবুল বাশার রুবেলের (২৭) একটি পা কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার দৈনিক প্রভাত টাইমসকে বলেন, জমি ও বালুর ব্যবসার দ্বন্দ্বের জেরে দুই ভাইকে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সুমনের স্ত্রী রেক্সোনা বেগমকে আটক করা হয়েছে। বাকি অপরাধীদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।
Post Views: 43