প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ৬:৩২ এ.এম
বিএনপি নেতার বাধায় পণ্ড ভোক্তা অধিকারের অভিযান।

পিরোজপুর জেলা প্রতিনিধি:মোঃআব্দুল্লাহ আল জাবের।
পিরোজপুরের কাউখালীতে স্থানীয় এক বিএনপি নেতার বাধায় পণ্ড হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। গতকাল শুক্রবার দুপুরে কাউখালী উত্তর বাজারে অভিযান চালানোর সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া ভোক্তা অধিকারের কার্যক্রমে বাধা দেন। এরপর স্থানীয় ব্যবসায়ীরা তাঁর সঙ্গে যোগ দেন। পরে কোনো ধরনের কার্যক্রম না চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় দৈনিক প্রভাত টাইমসকে বলেন, দুপুরে কাউখালী উত্তর বাজারে অভিযান চালানোর সময় তাঁদের উপস্থিতি টের পেয়ে সাতক্ষীরা ঘোষ ডেইরির মালিক বাসুদেব দোকান বন্ধ করে ঘটনাস্থল থেকে চলে যান।
ভোক্তাদের অধিকার হরণ করার অপরাধে এর আগেও তাঁকে একাধিকবার জরিমানা করা হয়েছে। পরে তাঁরা দোকানটি খোলার চেষ্টা করলে বদরুদ্দোজা তাঁদের বাধা দেন এবং অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন। এরপর স্থানীয় ব্যবসায়ীদের জড়ো করে সেখানে কোনো ধরনের কার্যক্রম চালানোয় বাধা দেন তিনি।
তবে ভোক্তা অধিকারের লোকজনকে বাধা দেওয়ার বিষয়টি স্বীকার করে বদরুদ্দোজা দৈনিক প্রভাত টাইমসকে বলেন, ‘অন্যায়ভাবে বাসুদেবের দোকানঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল ভোক্তা অধিকারের লোকজন। তাই স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে আমি বিষয়টি প্রতিহত করি।’
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা দৈনিক প্রভাত টাইমসকে বলেন, ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংরক্ষণের লোকজনের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। তবে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসে এটি সমাধান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025