
ঝিনাইদহ(কালীগঞ্জ)প্রতিনিধি।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কোলা বাজার সোনালী ব্যাংকের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে কোলা ও জামাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আনসার আলী, বিএনপি নেতা আব্দুল লতিফ তরফদার, জামাল ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি নাহিদুজ্জামান নাহিদ, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সবুজ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিয়াকত হোসেন, জামাল ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন, জামাল ইউনিয়ন যুবদল নেতা মিকাইল হোসেন, বিএনপি নেতা নেসমত মন্ডল, কোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জহির উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা জামাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্লার বর্ণাঢ্য রাজনৈতিক আদর্শ তুলে ধরেন। চাঁদাবাজি, সন্ত্রাসী দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে বিএনপি’র একটি মহল সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করায় মানববন্ধনে উপস্থিত নেতা কর্মীরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Post Views: 6