ঢাকাSunday , 25 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেলাবোতে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

Spread the love

   শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি।

বেলাবো”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি-নিজের জমি সুরক্ষা রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে তিনদিন ব্যাপী ভূমি মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।(২৫ মে) রবিবার উপজেলা হলরুমে উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত এবং ভূমি মন্ত্রণালয় ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আল আমিন হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।এ সময় উপস্থিত ছিলেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনোয়ার হোসেন,থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান,উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার,বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার মোঃ জাকির হোসেন,উপজেলা যুবদলের সভাপতি মোঃ আক্তারুজ্জামানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
প্রধান অতিথি(ইউএনও)আব্দুর করিম বলেন, ভূমি সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনদিন ব্যাপী ভূমি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেলা উপলক্ষে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান,জমির জমাখারিজ,খতিয়ান ও নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার তার বক্তব্যে ই-নামজারি আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের সুবিধা, খাস জমি বন্দোবস্ত আবেদন গ্রহন, এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি ও ক্ষতিপূরণ প্রদান, ভিপি লিজ নবায়ন আবেদন ও নিষ্পত্তিসহ ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।