প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ১১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৮:১১ এ.এম
বেলাবোতে যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাবোতে যথাযথ মর্যাদায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
সোমবার(১৪ এপ্রিল) সকাল ৯ টায় বেলাবো উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
পরে মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন, বিএনপি সাবেক সভাপতি অলিউর রহমান কাওসার, সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল।
এসময় উপস্থিত ছিলেন বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-আমিন হালদার,উপজেলা কৃষি অফিসার মহিবুর রহমান সিদ্দিকী , উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ ভূঞা, মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা সহ উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী।
সেই সাথে উপস্থিত ছিলেন বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিল, সাধারণ সম্পাদক আমিনুল হক সহ বেলাবো প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বেলাবো উপজেলার বিভিন্ন শিক্ষক - শিক্ষিকা ও স্কুলের শিক্ষার্থী বৃন্দ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে লাঠি খেলা সহ শিশু কিশোরদের চিত্রা অঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025