প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৮:২৯ এ.এম
বেলাবো উপজেলার বীরবাঘবের “তারুণ্যের বন্ধন” সংগঠনের উদ্যাগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২০২৫ইং।

শাহিনুর আক্তারন রসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাবোতে
"তারুণ্যের বন্ধন"সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৫ এপ্রিল রোজ মঙ্গলবার আবুল কাসেমের সভাপতিত্বে ও মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় বিকাল ৩ টায় বেলাবো উপজেলার বীরবাঘরের নাগের বাজার বাংলা নববর্ষ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে তিনটি স্কুলের শিক্ষার্থী বৃন্দ।
হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়,
বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয় ও পাটুলী উচ্চ বিদ্যালয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ মিজানুর রহমান
(অবসরপ্রাপ্ত অডিট এড একাউন্স অফিসার)
বেনুজির আহাম্মদ (সাবেক চেয়ারম্যান বাজনাব ইউনিয়ন)
অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক খলিল উল্লাহ পাঠান,
সাবেক প্রধান শিক্ষক আজিজুল হক ভূইয়া,
জহিরুল হক , অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক
ফজলুল হক, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক
রিয়াজুল হক ভূইয়া,
মোঃ মজিবুর রহমান,
মোঃ মহসিন ভূইয়া ( সভাপতি নাগের বাজার)
মোঃ মানিক মিয়া সহ প্রমূখ।
পরে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিদের মাঝে চ্যাম্পিয়ন অধিকারী স্কুল হচ্ছে হাড়িসাংগান উচ্চ বিদ্যালয় এবং রান আপ অধিকারী স্কুল হচ্ছে পাটুলী উচ্চ বিদ্যালয় ।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025