
স্টাফ রিপোর্টারঃ-মোঃ- জসিম মিয়া
সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্প কর্তৃক কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকা থেকে ০৬ (ছয়) কেজি মাদকদ্রব্য (গাঁজা) সহ ০১ (এক) নারী মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার
১। সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মার্চ ২০২৫ খ্রি. রাত অনুমান ২০.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দুর্জয় মোড় এলাকার সরদার হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোছাঃ আর্জিনা আক্তার (২০), পিতা- মৃত আলাউদ্দিন, সাং-তুলাতুলি মুন্সীহাটি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী’কে ০৬ (ছয়) কেজি মাদকদ্রব্য (গাঁজা) সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য (গাঁজার) আনুমানিক বাজার মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা।
২। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়েরর্পূবক আসামীকে আলামতসহ হস্তান্তর করা হয়েছে।