স্টাফ রিপোর্টারঃ-মোঃ- জসিম মিয়া
সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্প কর্তৃক কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকা থেকে ০৬ (ছয়) কেজি মাদকদ্রব্য (গাঁজা) সহ ০১ (এক) নারী মাদক ব্যবসায়ী'কে গ্রেফতার
১। সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মার্চ ২০২৫ খ্রি. রাত অনুমান ২০.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দুর্জয় মোড় এলাকার সরদার হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোছাঃ আর্জিনা আক্তার (২০), পিতা- মৃত আলাউদ্দিন, সাং-তুলাতুলি মুন্সীহাটি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী’কে ০৬ (ছয়) কেজি মাদকদ্রব্য (গাঁজা) সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য (গাঁজার) আনুমানিক বাজার মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা।
২। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়েরর্পূবক আসামীকে আলামতসহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025