
কিশোরগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টারঃ-মোঃসনজু মিয়া।
ভৈরবে,২২শে মার্চ ২৫.তারিখে ভৈরব মাইক্রোবাস মালিক সমিতি ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন।ইফতার মাহফিল,অনুষ্ঠানের আয়োজন করেন ভৈরব, পৌর শাখা,জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত, সভাপতি ও ভৈরব মাইক্রোবাস মালিক সমিতি সভাপতি, মোঃসিয়াম মিয়া , এখানে আরো উপস্থিত ছিলেন। ভৈরব ৪নং ওয়ার্ড বি, এন, পির সভাপতি মোঃআলম সরকার, সিনিয়র সহ সভাপতি মোঃসেলিম মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রকি, এবং আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক, দৈনিক দেশ প্রতিনিধ পত্রিকার কিশোরগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার মোঃসনজু মিয়া ও পি এস টিভির ভৈরব প্রতিনিধি মোঃ জসিম মিয়া। এবং ভৈরব, মাইক্রোবাস মালিক সমিতি মালিক ও চালক এবং অন্যান্য সম্মানিত, ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Post Views: 114