প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ১:৩১ পি.এম
ভৈরব মাইক্রোবাস মালিক সমিতি ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন।

কিশোরগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টারঃ-মোঃসনজু মিয়া।
ভৈরবে,২২শে মার্চ ২৫.তারিখে ভৈরব মাইক্রোবাস মালিক সমিতি ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন।ইফতার মাহফিল,অনুষ্ঠানের আয়োজন করেন ভৈরব, পৌর শাখা,জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত, সভাপতি ও ভৈরব মাইক্রোবাস মালিক সমিতি সভাপতি, মোঃসিয়াম মিয়া , এখানে আরো উপস্থিত ছিলেন। ভৈরব ৪নং ওয়ার্ড বি, এন, পির সভাপতি মোঃআলম সরকার, সিনিয়র সহ সভাপতি মোঃসেলিম মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রকি, এবং আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক, দৈনিক দেশ প্রতিনিধ পত্রিকার কিশোরগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার মোঃসনজু মিয়া ও পি এস টিভির ভৈরব প্রতিনিধি মোঃ জসিম মিয়া। এবং ভৈরব, মাইক্রোবাস মালিক সমিতি মালিক ও চালক এবং অন্যান্য সম্মানিত, ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025