ঢাকাSunday , 20 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদক সেবনের ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে যখম।

Link Copied!

Spread the love

কালীগঞ্জ(ঝিনাইদহ)থেকে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে ধারালো দা ও লোহার রড দিয়ে ইহসানুল হক হোসাইন নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ভূক্তভোগী হোসাইন পাঁচজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । উক্ত অভিযোগ থেকে জানা যায় , ৮ এপ্রিল ( মঙ্গলবার) বাকুলিয়া বেজপাড়া মাঠে শ্রীরামপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মুন্না (২১), মালেকা বেগমের ছেলে মো. রিয়াজ (৩০), ইসমাইল হোসেনের ছেলে শাকিল হোসেন (২২), একই গ্রামের রানা (৩০), ও বাকুলিয়া গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সাব্বির (২১) হোসেন বিকালে বসে নিষিদ্ধ মাধব দ্রব্য গাজা সেবন করছিল । সে সময় বাদি ইহসানুল হক হোসাইন তাদের গাজা সেবনে বাধা দেয় ও মোবাইল ফোনে সে দৃশ্য ভিডিও ধারন করতে গেলে মাদক সেবীরা তার উপর চড়াও হয় । এ ঘটনার জেরে ১৭ এপ্রিল ( বৃহস্পতিবার) বিবাদীরা শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্থায় বাদির উপর ধারালো দা ও লোহার রড দিয়ে হামলা চালায় । সে সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় । ঘটনা সম্পর্কে জানতে প্রধান অভিযুক্ত মুন্নার মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান , অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং খুব দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।