প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ২:২৮ পি.এম
রাজশাহীতে জমিজমা সংক্রান্তে মারামারিতে একজন নিহত।

রাজশাহী জেলা প্রতিনিধিঃ-মোঃ শিবলী সাদিক।
রাজশাহীতে রুহুল আমিন (৪৮) নামের এক ব্যক্তি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই শ্যালকের বিরুদ্ধে। সংশ্লিষ্টদের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে রুহুল আমিনকে হাসুয়া দিয়ে কোপ দেয় শ্যালক মিন্টু। এতে তার মৃত্যু হয়।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিনের বাবার নাম নজরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমির মাপমাপির সময় রুহুল আমিন ও তার শ্যালক মিন্টুর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হয়। এ সময় শ্যালক মিন্টু হাসুয়া দিয়ে দুলাভাই রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করে। এতে রুহুল আমিন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর শাহ মখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাব।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025