প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ১১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ১:০৪ পি.এম
রাতের আধারে হতদরিদ্রের ইজিবাইক চুরি

মোঃ মাহাবুবুর রহমান।কালীগঞ্জ ঝিনাইদহ থেকে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের দরিদ্র মিজানুর রহমান খোকনের আয় রোজগারের একমাত্র সম্বল ব্যাটারি চালিত ইজিবাইকটি চুরি হয়ে গেছে । বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে ইজিবাইকটি চুরি হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় শুক্রবার (২৫ এপ্রিল) একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মিজানুর রহজমান । থানার অভিযোগ ও মিজানুর রহমানের সাথে কথা বলে জানা যায় , প্রতিদিনের মত বৃহষ্পতিবার রাতে নিজ বাড়িতে রাতে ইজিবাইক চার্জে দিয়ে রেখেছিলেন মিজানুর । ওই রাতে ১২ টার দিকেও তার ইজিবাইক সঠিক স্থানে দেখতে পান তিনি । শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উঠে দেখেন চেইন কেটে চোরেরা তার ইজিবাইকটি নিয়ে গেছে। পরে আশপাশের নানা স্থানে খোজ করেও ইজিবাইকটির সন্ধান আর মেলেনি । উপার্জনের একমাত্র ইজিবাইকটি হারিয়ে পাগল প্রায় মিজানুর রহমান কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন , অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025