প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৪, ৭:০৩ পি.এম
১৮ বোতল বিদেশী মদসহ জয়দেবকে গ্রেফতার করেছে জামালপুর র্যাব ১৪

মাসুদুর রহমান : ১৮ বোতল বিদেশী মদসহ জয়দেব নামের যুবককে গ্রেফতার করেছে জামালপুর র্যাব ১৪। তিনি নালিতাবাড়ী থানার খলখান্দা গ্রামের বাধন কুচের ছেলে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় জামালপুর র্যাবের অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ নাজমুল ইসলাম নিশ্চিত করেছেন৷ তিনি সাংবাদিকদের জানান,
গতকাল বুধবার রাত ৮:৪৫ মিনিটে শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন ছাইচাকুড়া এলাকায় তল্লাশি পরিচালনাকালে মোটরসাইকেল আরোহী মাদক ব্যবসায়ী জয়দেব কুচকে সন্দেহ হলে তাকে তল্লাশির নিমিত্তে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ১৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান ।
সম্পাদক ও প্রকাশক: মোঃসনজু মিয়া। উপদেষ্টাঃ- মোঃসিয়াম মিয়া। নির্বাহী সম্পাদক মোঃ জসিম মিয়া, বার্তা সম্পাদক মোঃরনজু মিয়া। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০। যোগাযোগের ঠিকানা:-কিশোরগঞ্জ সদর । বার্তা কার্যালয়ঃ-ভৈরব কিশোরগঞ্জ। মোবাইল: ০১৫৬৮৩৪৬৫৯৫ ( সম্পাদক), (নির্বাহী সম্পাদক ০১৯৩৩২১১৩৯
All rights reserved © 2025