
শাহিনুর আক্তারন রসিংদী প্রতিনিধি।
নারায়ণপুর কেয়ার হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে (প্রায় তিনশ) রুগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল ) সকাল ৯ টায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বেলাব উপজেলার নারায়পুর কেয়ার হাসপাতালে নারায়ণপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে (পিরিজকান্দি রোডে) অবস্থিত নারায়পুর কেয়ার হাসপাতালে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণপুর কেয়ার হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন, নারায়ণপুর কেয়ার হাসপাতালের পরিচালক জাহানানুল হক বাবুল, নারায়ণপুর কেয়ার হাসপাতালের পরিচালক ইন্জিনিয়ার সামসুদ্দিন খান, নারায়ণপুর কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক মোঃ হামিদ মিয়া, রায়পুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাস্টার, এ.এন. উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।
সকাল ৯ থেকে বিকাল ৫ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের সেবা দিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষ্যে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষায় ৩০% ছাড় দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ
Post Views: 47