
শাহিনুর আক্তার,বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছমা খাতুনকে অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী।
বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়েের শিক্ষক, পরিচালনা কমিটি এবং প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীর আয়োজনে শনিবার (৩ মে ) বিকাল ৩ টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয় হাজী মোঃ রজব আলীর সভাপতিত্বে এবং বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম ও চর উজিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসনাতের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য দেন বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী লিলি, উদ্বোধনী বক্তব্য দেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাবেয়া খাতুন শান্তি, ভিটি মরজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসপিয়া আক্তার হেনা, আনোয়ারা বেগম, শহিদুল্লাহ, কাজল মিয়া, রোকসানা বেগম, রবিউল ইসলাম, অহিদুজ্জামান সহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র /ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আবুল কালাম এবং মান পত্র পাঠ করেন বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী সাদিয়া নুসরাত।
আলোচনা সভা শেষ ছাত্র ছাত্রী, শিক্ষক, এলাকা বাসীর পক্ষ থেকে বিদায়ী শিক্ষক আসমা খাতুনকে ক্রেস্ট দিয়ে সংর্বধিত করা হয় ।
Post Views: 15