ঢাকাSunday , 13 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরায় দুই ছাত্রীর গণধর্ষণকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নরসিংদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

Link Copied!

Spread the love

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি।

নরসিংদী জেলা রায়পুরা উপজেলাধীন চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ২ জন ছাত্রী বন্ধুদের সাথে ঘুরতে গেলে এক পযার্য়ে কাইয়ুম ও মুন্নার নেতৃত্বে ৬ জন দলবদ্ধ ভাবে ছাত্রীদের ধষর্ণ করে।এই জগন্য নিন্দনীয় ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখা ও নারী সংগঠনের আহ্বানে সম্মিলিত সাংস্কৃতিক আন্দোলন, কলেজ,বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাঘাইকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ,নরসিংদী জেলার সচেতন নাগরিক সমাজের অংশ গ্রহনে অদ্য ১২/০৪/২০২৫ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় নরসিংদী জেলা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কমর্সূচী অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি। সঞ্চালনা করেন শিক্ষক নেতা তপন আচার্য।উক্ত মানববন্ধনে উপস্থিতি ছিল প্রায় ৪০০ জন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সুজন সম্পাদক হলধর দাস, নরসিংদী সরকারি কলেজের ছাত্রী অদ্রিতা রহমান, মারিয়া আক্তার,ছাত্র মোঃ রায়হান মিয়া,বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, রায়পুরা মহিলা পরিষদ সাধারন সম্পাদক আরেফা ফেরদৌস চন্দনা,আন্দোলন সম্পাদক লাভলী সাহা,নরসিংদী জেলার মহিলা পরিষদ সম্পাদক জয়শ্রী সাহা,শিক্ষক নেতা অধ্যাপক মনিরুল ইসলাম, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা মোঃ রুহুল আলম,সম্মিলিত সাংস্কৃতিক আন্দোলন সম্পাদক শামসুল হুদা আলসারি,শিক্ষক নেতা সুভাষ দত্ত,বাঘাইকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা,নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ খন্দকার, শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম, রায়পুরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সিনেট সদস্য ও শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা প্রমুখ।বক্তারা প্রত্যেকেই ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। অবিলম্বে আসামিদেরগ্রেফতার ও দ্রুত বিচার আইনে সবোর্চ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান।