ঢাকাThursday , 20 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাট দখলমুক্ত করতে ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

Link Copied!

Spread the love

সুমন কুমার বিশ্বাস
ঝিনাইদহ জেলা প্রতিনিধি

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাট দখলমুক্ত করতে ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কের পাশে এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সড়ক বিভাগের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ।
এসময় তার সাথে ছিলেন সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী আহসান উল কবীর।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পুলিশসহ সকল প্রকার উচ্ছেদ যন্ত্রাংশ সাথে নিয়েই এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে দখলে রাখা ফুটপাট ফাঁকা করতে দোকানদারদের নির্দেশ দেয়া হয়। সেই সাথে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে না নিলে উচ্ছেদসহ জরিমানা করার মৌখিক হুশিয়ারি দেয় ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাট দখলমুক্ত রাখতে জনস্বার্থে এ ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

ঝিনাইদহের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান জানান, সড়কের দুই ধারে গড়ে উঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ও ফুটপাট দখলমুক্ত রাখতে এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নির্বিঘ্নে যান চলাচলের স্বার্থে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে।