ঢাকাSaturday , 22 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে জমিজমা সংক্রান্তে মারামারিতে একজন নিহত।

Link Copied!

Spread the love

রাজশাহী জেলা প্রতিনিধিঃ-মোঃ শিবলী সাদিক।

রাজশাহীতে রুহুল আমিন (৪৮) নামের এক ব্যক্তি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই শ্যালকের বিরুদ্ধে। সংশ্লিষ্টদের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে রুহুল আমিনকে হাসুয়া দিয়ে কোপ দেয় শ্যালক মিন্টু। এতে তার মৃত্যু হয়।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিনের বাবার নাম নজরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমির মাপমাপির সময় রুহুল আমিন ও তার শ্যালক মিন্টুর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হয়। এ সময় শ্যালক মিন্টু হাসুয়া দিয়ে দুলাভাই রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করে। এতে রুহুল আমিন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর শাহ মখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাব।